সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বার্সায় ফিরছেন নেইমার
ব্রাজিলকে বার্সেলোনাই শর্ত দিয়েছিল, নেইমারকে হয় কোপা আমেরিকায়, নয়তো অলিম্পিক গেমসে খেলাতে হবে। দুটোতে নয়। যে কোন একটিতে। ব্রাজিল অলিম্পিক গেমসকেই বেছে নিয়েছিল। কারন, কোপার চেয়ে অলিম্পিকে স্বর্ণ জয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেলেসাওদের কাছে।
নেইমার ডি সিলভা জুনিয়র নৈপুন্যে সেই অধরা সোনালি হাসিটা অবশেষে হাসতে পেরেছে ব্রাজিল। ফুটবলের সবচেয়ে বড় দেশটিকে অলিম্পিক ফুটবলের স্বর্ণ উপহার দিয়েছেন বার্সেলোনা তারকা।
অলিম্পিক ফুটবলের ম্যাচ থাকার কারণে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচটি মিস করেছেন নেইমার। ওই ম্যাচে আবার নিজেদের মাঠে মেসি-সুয়ারেজের অসাধারণ পারফর রিয়াল বেটিসকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।
ধারণা করা হয়েছিল, পরের ম্যাচেই হয়তো নেইমারকে পাবে বার্সেলোনা। তবে, স্প্যানিশ কয়েকটি মিডিয়া নিশ্চিত করেছে যে, আরও এক সপ্তাহ ব্রাজিল তারকাকে পাচ্ছে না কাতালানরা। ফলে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে সম্ভবত নেইমারকে পাচ্ছে না বার্সা কোচ লুইস এনরিকে। আন্তর্জাতিক ফুটবলের জন্য নেয়া ছুটি শেষেই তিনি ফিরবেন ন্যু ক্যাম্পে। সেটা সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
স্প্যানিশ মিডিয়া স্পোর্ট এবং মুন্ডো দেপোর্তিভো দাবি করছে, বার্সা কোচ এনরিকে নেইমারকে আরও কিছুদিন নিজ দেশে ছুটি কাটানোর জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। আগামী রোববারই অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বার্সা।
আইএইচএস/এবিএস