ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাস্টার্স কার্নিভালের ‘প্লেয়ার্স ড্রাফট’ মঙ্গলবার

প্রকাশিত: ১১:৫৪ এএম, ২২ আগস্ট ২০১৬

আগামী ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ।’ তবে ঢাকায় এর দামামা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আগামীকাল মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। অর্থাৎ কালই চূড়ান্ত হয়ে যাবে কে খেলছেন কোন দলে।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবার পর বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের বিস্তারিত তুলে ধরবেন সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এ লিগ। মোট ৬টি দল অংশ নেবে সাবেক ক্রিকেটারদের এ আসরে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। সেমিফাইনালও হবে সেখানেই। তবে এর ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে; দিবা-রাত্রিতে ফ্লাড লাইটের আলোয়। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে ৬ কিংবা ৭ সেপ্টেম্বর মিরপুরে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ফাইনাল।

জাতীয় লিগে শুরু থেকে অংশ নেয়া চার বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর সাথে ঢাকা মেট্টো মাস্টার্স নামে একটি দল থাকবে। এছাড়া সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের সম্মিলিত দলটিকে নাম দেওয়া হয়েছে অলস্টার্স মাস্টার্স। জাতীয় দলের ছয় সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন ছয় দলের নেতৃত্বে দেবেন।

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন