ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন স্পিন কোচের সন্ধানে নেমেছে বিসিবি

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২২ আগস্ট ২০১৬

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে বিলম্ব করছিলেন রুয়ান কালপাগে। এটা মেনে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই জাতীয় দলের সহকারী ও স্পিন কোচের দায়িত্ব পালন করা কালপাগেকে কিছুদিন আগেই চুক্তি থেকে বাদ দিয়েছে বোর্ড। তাই নতুন স্পিন কোচের সন্ধানে নেমেছে বিসিবি।

স্পিন কোচের বাছাইয়ের ক্ষেত্রে উপমহাদেশের কোচদেরই প্রধান্য দেওয়া হবে বলে জানান বাংলাদেশ দলের ম্যানাজার খালেদ মাহমুদ সুজন। অন্যান্য দেশের স্পিন কোচদের চেয়ে উপমহাদেশের কোচরাই টাইগারদের জন্য ভালো হবে। তা ছাড়া অন্যান্য দেশের তুলনায় উপমহাদেশে অনেক ভালো মানের স্পিনার রয়েছে।

নতুন কোচ নিয়ে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘শুধু শেন ওয়ার্নই অন্যদের চেয়ে আলাদা, ড্যানিয়েল ভেট্টোরিও ভালো। অন্যথায় অন্যান্য দেশে অতটা ভালো মানের স্পিনার নেই যা উপমহাদেশে রয়েছে। আমি মনে করি, বিসিবির এখান থেকেই বোলিং কোচ নেয়া প্রয়োজন। কারণ তাদের এই ধরনের উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এটা আমার ব্যক্তিগত মত। বিসিবি কি ভাবছে, সেটা আমি জানি না।’

এনইউ/আরআইপি

আরও পড়ুন