ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দোয়া চাইলেন তাসকিন (ভিডিও)

প্রকাশিত: ১১:৫৫ এএম, ২১ আগস্ট ২০১৬

স্কুল জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন তাসকিন আহমেদ। এমনকি চেন্নাইতেও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে স্বাচ্ছন্দের সঙ্গে খেলার পর ভাবতেও পারেননি নিষিদ্ধ হবেন এ পেসার। তবে এবার আটঘাট বেঁধেই নেমেছেন তিনি। সামান্যতম ভুলেরও খেসারৎ দিতে রাজী নন। এ কারণে ব্রিসবেনের পরীক্ষাগারে সফল হতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশের এ গতি তারকা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে চেন্নাই পরীক্ষাগারে সাত ওভার বোলিং করে মাত্র তিনটি সামান্য সমস্যা ধরা পড়েছিল তাসকিনের। যার ফলে নিষিদ্ধ হন তিনি। ওই অভিজ্ঞতা জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘আগের বারের ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। ওটা আইসিসির সিদ্ধান্ত ছিলো। এখন সেভাবেই প্রস্তুতি নিতে হবে যেন সব গুলো ডেলিভারি ঠিক থাকে। আর ইনশাআল্লাহ সব ঠিক থাকবেও আশা রাখি। আমি আত্মবিশ্বাসী। সব ডেলিভারি ঠিক করে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পেস বোলিং কোচ নেই বাংলাদেশের। তাই বিসিবির স্থানীয় কোচদের অধীনেই অ্যাকশন শোধরানোর কাজ করেছেন তাসকিন। মূলতঃ বিসিবির বয়সভিত্তিক দলের পেস কোচ মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে ছিলেন এ পেসার। জাতীয় দলের কোচরাও তাকে সহয়তা করছেন বলে জানান তাসকিন।

‘আল্লাহর রহমতে প্রস্তুতি ভালো হচ্ছে। ইনডোর এবং আউটডোরে বেশ কিছু ক্যামেরা দিয়ে এবং বিশেষজ্ঞ কোচদের তত্ত্বাবধানে আমার পরীক্ষা নেওয়া হয়েছে। সব সময় কোচরা বোলিং সেশনের ভিডিও করছে। আমাদের যে দেশের কোচ মাহবুব আলী জাকি স্যার উনি তিন-চার মাস আমাকে সহয়তা করছেন। জাতীয় দলের কোচরাও সহয়তা করছেন। দলের সিনিয়ার ক্রিকেটাররা মানসিকভাবে সাহস যোগাচ্ছেন। সবমিলিয়ে সবাই দারুণ সহযোগিতা করেছেন। সবার সহায়তা নিয়ে ভালো পরীক্ষা দিতে পারবো বলে আশা করছি।’

এর আগে চেন্নাইতে পরীক্ষা হলেও এবার অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাচ্ছেন তাসকিন। আগামী ৬ সেপ্টেম্বর সে উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। ৮ সেপ্টেম্বর ব্রিজবেইনের ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেবেন তিনি।

‘পরীক্ষা তো সব জায়গায় একই হবে। বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা যেখানেই হোক না কেন আমি সন্তুষ্ট থাকতাম। পরীক্ষা তো আমাকে দিতেই হত। কোথায় হচ্ছে সেটা নিয়ে চিন্তিত না। মূল কাজ পরীক্ষা দেওয়া। সেটা ঠিকমত দিতে পারলেই হলো।’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ সিরিজেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে চান দেশ সেরা এ ফাস্ট বোলার।

ভিডিও লিংক



আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন