‘সোনার ম্যাচেও` জ্বলবেন নেইমার
কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এতে অনেকেই ভেবেছিলেন, ব্রাজিলের ফুটবলের ক্রান্তিকাল শুরু হয়ে গেছে! এমনটা বলাবলি করছিলেন দেশটির সাবেক ফুটবলাররাও। এ ছাড়া রিও অলিম্পিকের প্রথম দুটি ম্যাচে ড্র করায় হতাশ হয়েছিলেন ব্রাজিলের ভক্তরা। নেইমারও পারছিলেন নিজের নামের প্রতি সুবিচার করতে।
সেই হতাশা দূর হয়েছে গ্রুপপর্বের শেষ ম্যাচে। ছন্দে ফেরার সেই যে শুরু, চলছে অবিরত। নেইমারও আলো ছড়াচ্ছেন নিয়মিত। বুধবার হন্ডুরাসের বিপক্ষে অসাধারণ কীর্তি গড়েন ব্রাজিলের অধিনায়ক। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মাথায় লক্ষ্যভেদ করে অলিম্পিক ফুটবলে দ্রুততম গোল করার রেকর্ড গড়েন তিনি। দুটি গোল করে ব্রাজিলকে ফাইনালে তোলার নায়ক তো বার্সেলোনা ফরোয়ার্ডই।
ম্যাচ শেষে নেইমারকে ‘দানব` আখ্যা দিয়ে ব্রাজিলের কোচ রোজারিও মিকেলে বলেন, ‘নেইমার তো একটি দানব। দারুণ প্রতিভা রয়েছে তার। ম্যাচে সে নিজেকে উজাড় করে দেয়। দলে তার মতো খেলোয়াড় তৈরি করতে হবে।’
শনিবার রাত ২টা ৩০ মিনিটে অলিম্পিক ফুটবলের ফাইনালে শক্তিশালী জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। ‘সোনার ম্যাচেও’ জ্বলবেন নেইমার। ব্রাজিলের কোচের প্রত্যাশা এমনই। বলেন, ‘ফাইনালে পরিস্থিতি বুঝে আমাদের খেলতে হবে। আমরা জানি, প্রত্যাশার চাপ নিয়েই আমাদের খেলতে হবে। কারণ এই ইভেন্টে আমরা এখনো সোনা জিততে পারিনি। বিশেষ করে নেইমারকে তা ভালোভাবে সামলাতে হবে। আশা করি, সে তা পারবে।’
ফাইনালের প্রতিপক্ষ জার্মানিকে সমীহ করছেন ব্রাজিলের কোচ মিকেলে। বলেন, ‘জার্মানি বেশ শক্তিশালী একটি দল। তাদের বিপক্ষে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে আমাদের।’
এনইউ/এবিএস