ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শীর্ষস্থান টিকিয়ে রাখার লড়াই ভারতের

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৮ আগস্ট ২০১৬

শ্রীলংকার কাছে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হোয়াইটওয়াশের পর টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাপক ওলট-পালট ঘটে গেছে। শীর্ষস্থান থেকে এক লাফে তিন নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির ভারত। দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান।

তবে ভারতের শীর্ষে ওঠাটা হচ্ছে সাময়িক। খুব অল্প সময়ের মধ্যে এই র‌্যাংকিং হারাতে পারে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের শেষ ম্যাচটি যদি কোনভাবে ড্র করে ভারত কিংবা হেরে যায়, তাহলে র‌্যাংকিংয়ে আবার ওলট-পালট ঘটবে। ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসবে পাকিস্তান। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে।

টেস্ট র‌্যাংকিংয়ের দিকে তাকালেই বোঝা যাবে ভারত আর পাকিস্তানের অবস্থান এখন কত কাছাকাছি। ১১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে জিততে পারলে, র‌্যাংকিংয়ে ভারতের এই অবস্থান আরও নিরঙ্কুশ হয়ে যাবে।

তবে পোর্ট অব স্পেন বলে স্বপ্ন দেখতে পারছে বিরাট কোহলিরা। কারণ এই মাঠে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ দু’দলই রয়েছে সমান সমান। এই মাঠে তিনটি করে ম্যাচ জিতেছে দু’দলই। সর্বশেষ এই মাঠে দু’দলের মুখোমুখিতে ভারত জিতেছিল ৩৭ রানের ব্যবধানে। ভারতকে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল ১৯৮৯ সালে, ২১৭ রানের বিশাল ব্যবধানে। আর মোট এই মাঠে দু’দল মুখোমুখি হয়েছিল ১৩ বার। যার মধ্যে ৬টিই হয়েছে ড্র। সুতরাং যে কোন কিছুই ঘটে যেতে পারে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে।

তবে ভারতের স্বপ্ন ধরে রাখার পথে আরও একটা বড় সমস্যা দেখা দিতে পারে। সেটা বৃষ্টির চোখ রাঙানি। বিশেষ করে বৃষ্টির কারণে ভারতীয় ক্রিকেটাররা আগেরদিন অনুশীলন করতে পারেননি। আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। যে কোন সময় নামতে পারে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারতের শীর্ষস্থান ধরে রাখার মিশন।

আইএইচএস/পিআর

আরও পড়ুন