ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নরওয়েতে খেলতে যাচ্ছেন না তামিম

প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৮ আগস্ট ২০১৬

‘শান্তির জন্য খেলা’- এই স্লোগানকে সামনে রেখে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের রাজধানী অসলোয় অনুষ্ঠিত হবে একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। সেখানে খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। তবে এ ম্যাচ খেলতে নরওয়ে যাচ্ছেন না টাইগার এই ওপেনার।

এ নিয়ে সংবাদ মাধ্যমকে তামিম জানান, প্রদর্শনী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে আমি নরওয়ে যাচ্ছি না, আর না যাওয়ার সিদ্ধান্তের পেছনে কিছু কারণ আছে। এর মধ্যে একটি বড় কারণ এই প্রদর্শনী ম্যাচের জন্য আয়োজকরা গতকালই আইসিসির অনুমোদন পেয়েছে মাত্র। আমি মনে করি এতে অনেক দেরি হয়ে গেছে। এছাড়াও এখন পর্যন্ত আমার সেখানে যাওয়া, ম্যাচ ফি, পেমেন্ট কোনটি নিশ্চিত করেননি আয়োজকরা।
অসলোভিত্তিক ক্রিশ্চিয়ানিয়া ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উসবের অংশ হিসেবে ‘শান্তির জন্য খেলা’ নামে এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচটির আয়োজন করা হয়।

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, ভারতের পাঠান ভ্রাতৃদয়- ইউসুফ ও ইরফান পাঠান, শ্রীলংকার কিংবদন্তী সনাৎ জয়সুরিয়া এই ম্যাচটিতে খেলার কথা রয়েছে।

এমআর/আরআইপি

আরও পড়ুন