ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অধিনায়ক মেসির প্রথম শিরোপা

প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৮ আগস্ট ২০১৬

বার্সার হয়ে ক্যারিয়ারে অসংখ্যা শিরোপা জিতেছেন মেসি। কিন্ত কখনো অধিনায়ক হিসেবে শিরোপা জেতা হয়নি এই তারকার। জাতীয় দলকে টানা ৩ বছর ৩ টি টুনামেন্টের ফাইনালে তুলেছিলেন কিন্ত অধরা ট্রফিটা উচিয়ে ধরতে পারে নি। প্রতিবারই ব্যর্থ। এবার সে আক্ষেপও ঘুচলো মেসির। দুর্ভাগ্যজনক দেশের হয়ে নয় ক্লাবের হয়ে শিরোপা জিতলেন। অধিনায়ক হিসেবে প্রথমবারের মত স্প্যানিশ সুপার কাপের ট্রফি উচিয়ে ধরলেন।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের ২য় লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বার্সোলোনা। বার্সোলোনা হয়ে এই ম্যাচে ছিলেন না  নিয়মিত অধিনায়ক ইনিয়েস্তা। ইনিয়েস্তা না থাকায় বার্সোলোনার অধিনায়কত্ব করেন লিওনেল মেসি।

উল্লেখ্য, বার্সেলোনার হয়ে এটি মেসির ২৯তম শিরোপা।

এমআর/আরআইপি

আরও পড়ুন