ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অলিম্পিকে দ্রুততম গোল নেইমারের

প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৭ আগস্ট ২০১৬

অলিম্পিক ফুটবলে দ্রুততম গোল করে রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গোল করে রেকর্ড গড়েন তিনি। দুটি গোল করে দলকে ফাইনালে নিয়ে যান বার্সার এই তারকা।

আর এ ম্যাচে হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তার দল। ম্যাচের শুরু আর অতিরিক্ত সময়ে গোল করেন নেইমার। শেষের গোলটি পেনাল্টি থেকে পাওয়া। আরো দুটি গোলেও তার অবদান রয়েছে।

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে নেইমাররা। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। নেইমারের মতো দুই গোল পালমেইরাসের তরুণ উইঙ্গার গ্যাব্রিয়েল জেসুসও। বাকি দুটি গোল করেছেন মারকিনহোস ও লুয়ান।

অলিম্পিক ফুটবলে কখনো সোনা জেতেনি ব্রাজিল। এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়। সর্বশেষ তো এই গত অলিম্পিকেই। ফেবারিট হয়েও যেখানে ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে।

বিএ

আরও পড়ুন