ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় ইংল্যান্ড নিরাপত্তা প্রতিনিধি দল

প্রকাশিত: ০৭:২০ এএম, ১৭ আগস্ট ২০১৬

চার দিনের সফরে আজ বাংলাদেশে এসেছে তিন সদস্যের ইংল্যান্ডের একটি নিরাপত্তা প্রতিনিধি দল। বাংলাদেশ সময় সকাল ১১টা ৫০ মিনিটে ভারতের জেট এয়ারলাইন্স বিমানে ঢাকায় অবতরণ করেন এ প্রতিনিধি দল।

তিন সদস্যের দলে রয়েছেন রেড ডিকসন, জন কার্ট ও ডেভিড লেথারওয়েলস। বিমানবন্দর থেকে পাঁচতারা হোটেল রেডিসনে উঠবেন তারা। সেখানে দুপুরের খাবার খেয়ে সর্বপ্রথম অস্ট্রেলিয়ান দূতাবাসের উদ্দেশে রওয়ানা হবে এ দলটি। এরপর সেখানে থেকে ফিরে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দূতাবাসেও যাবেন তারা।

দ্বিতীয় দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবে এ দলটি। সেখানে বিজিএফআই, র্যা ব, পুলিশ ও বিজিবির মহাপরিচালকের সঙ্গে আলোচনা করবেন এ দলটি। তৃতীয় দিন চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করতে যাবেন তারা।

চত্তগ্রাম থেকে ফিরে চতুর্থ দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসবে ইংল্যান্ডের বিশেষ এ প্রতিনিধি দল। সেখানে বিসিবি সভাপতিসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করার পর ইংল্যান্ড ফিরে যাবেন তারা।

তবে এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথাও রয়েছে তাদের। যদিও বিষয়টি এখনও সম্পূর্ণ চূড়ান্ত হয়নি।

আরটি/এমআর/এবিএস

আরও পড়ুন