স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে ইংল্যান্ড নিরাপত্তা দল
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় দল। তবে এর আগে দেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে আগামী ১৭ আগস্ট (বুধবার) তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশ সফরে তিন সদস্যের এই প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে। বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দেশের নিরাপত্তা নিয়ে কথা বলতে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষকরা স্বরাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে। আর বিসিবি সকল বিষয়ে তাদের সহযোগিতা করবে। এছাড়াও তারা যদি ঊর্ধ্বতন কোন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় আমরা ব্যবস্থা করবো। আর তিন দিনের মত বাংলাদেশে থাকবে ইংল্যান্ড নিরাপত্তা দল।
সম্প্রতি গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। তারই ছোঁয়া লাগে এ দেশের ক্রিকেটে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কি না? তা নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। তাই নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখার জন্য বুধবার বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষকরা। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই ইংল্যান্ড জাতীয় দল সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সফরে আসবে কি আসবে না।
এমআর/পিআর