ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ার্নারের জরিমানার সাথে নিষিদ্ধ বেইলি

প্রকাশিত: ০৩:০৭ এএম, ২০ জানুয়ারি ২০১৫

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এবার জরিমানা গুনতে হচ্ছে ডেভিড ওয়ার্নারকে। ভারতীয় ব্যাটসম্যান রহিত শর্মার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে অস্ট্রেলীয় এই ব্যাটসম্যানকে। একই ম্যাচে শাস্তি পেতে হয়েছে অস্ট্রেলিয় অধিনায়ক জর্জ বেইলিকেও।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মার মধ্যে ওভার থ্রো থেকে রান নেয়া নিয়ে বাগবিতণ্ডা হয়।  অস্ট্রেলিয়ান ফিল্ডাররা মনে করে রোহিতের কারণে বলটি ধরতে পারেনি তাদের ফিল্ডার। ফলে এই পরিস্থিতিতে রান নেয়া ঠিক হয়নি তাদের। এর মধ্যেই ওয়ার্নার কিছু বলেন রোহিতকে। পরে রোহিত হিন্দিতে প্রতিউত্তর করেন ওয়ার্নারকে। এরপর ওয়ার্নার রোহিতকে বলেন ‘ইংলিশে বলো’। এ নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে ম্যাচ রেফারি ওয়ার্নারের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন।

জর্জ বেইলিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ওভার রেটের কারণে। এর আগে দক্ষিণ আফ্রিকার সিরিজের সময়ও একই অভিযোগ উঠেছিল বেইলির বিরুদ্ধে।

এমআর