পড়ে গিয়েও সোনা জিতলেন ফারাহ
লন্ডন অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জয়ের পর ঘোষণা দিয়ে রেখেছিলেন রিও অলিম্পিকে সোনা ধরে রাখার। ভক্তদের হতাশ না করে নিজের প্রথম ইভেন্ট ১০ হাজার মিটারে সোনা জিতে নিয়েছেন ব্রিটিশ তারকা মো ফারাহ।
সোনা জয়ের লক্ষ্য ধরে রেখে দৌড় শুরু করলেও মাঝপথে হঠাৎ পেছন থেকে কারও ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন ফারাহ। তবে সে ধাক্কা সামলে ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রত্যাশিতভাবেই জিতেও নিয়েছেন ১০ হাজার মিটারের সোনা। রুপা জিতেছেন কেনিয়ার পল তানুই (২৭ মিনিট ০৫.৬৪ সেকেন্ড), ব্রোঞ্জ ইথিওপিয়ার তামিরাত তোলার (২৭ মিনিট ০৬.২৬ সেকেন্ড)।
দৌড় শেষে পড়ে যাওয়ার প্রসঙ্গে ফারাহ বলেন, `আমি কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম। কারণ আপনি এত পরিশ্রম করার পর এক মুহূর্তে সেটা চলে গেল। কিন্তু আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম।`
এমআর/এমএস