দ্বৈতের সোনা জিতলেন নাদাল
অলিম্পিকে টেনিসের এককের সোনার পদকটা গলায় তুলেছেন আট বছর আগেই। এবার দীর্ঘদিনের বন্ধু মার্ক লোপেজকে নিয়ে রিও অলিম্পিকে টেনিসের দ্বৈতের সোনা জিতলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।
রোমানিয়ার ফ্লোরিন মারজেয়া ও ওরিয়া তেকাউকে ৬-২, ৩-৬, ৪-৬ সেটে হারিয়ে অলিম্পিকে একক ও দ্বৈত দুটিতেই সোনা জেতার কীর্তিও গড়লেন নাদাল। অলিম্পিকে টেনিসের ইতিহাসে যে কীর্তি আছে শুধু তিনজনের যুক্তরাষ্ট্রের দুই উইলিয়ামস বোন সেরেনা ও ভেনাস এবং চিলির নিকোলাস মাসু।
এদিকে রিওতে অবশ্য এককেও সোনার পদক জেতার সম্ভাবনা এখনো আছে নাদালের। ব্রাজিলের থমাজ বেলুচ্চিকে ২-৬, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন ৩০ বছর বয়সী স্প্যানিশ তারকার। আজ শেষ চারের লড়াইয়ে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো।
এমআর/এমএস