ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডকে টেস্টেও হারাতে চান সাকিব

প্রকাশিত: ১১:১১ এএম, ১২ আগস্ট ২০১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলে শুক্রবার সকালে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা দেড় মাসের সফর শেষে নিজ দল জ্যামাইকা তালওয়াসকে শিরোপা জিতিয়ে এবার তার লক্ষ্য দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ। শুধু ওয়ানডে নয়, ইংলিশদের বিপক্ষে টেস্টেও জয় পেতে চান এ অলরাউন্ডার।

বিমানবন্দরে নেমে আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশ এখন খুবই ভালো একটি দল। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। ইংল্যান্ডের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত। বিশ্বাস করি, টেস্টেও জেতার সামর্থ্য আছে। অবশ্যই চেষ্টা করবো টেস্ট-ওয়ানডে দুটি সিরিজেই জিততে।’

সিপিএলে এবার প্রথম দিকে জ্বলে উঠতে না পাড়লেও মাঝ থেকে দারুণভাবে জ্বলে ওঠেন সাকিব। ব্যাটে-বলে উভয় ক্ষেত্রেই সফল ছিলেন তিনি। ২২.৮৫ গড়ে ১৬০ রান করার পাশাপাশি ওভারপ্রতি ৬.৯৪ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। জ্যামাইকা তালাওয়াসের শিরোপা জয় প্রসঙ্গে সাকিব বলেন, ‘দলটা অনেক ভালো ছিল। দলে অনেক পারফরমার। এ জন্য চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়েছে। সব মিলিয়ে ভালো কেটেছে ওখানে।’

কদিন আগেই টি-টোয়েন্টিতে (ঘরোয়া ও আন্তর্জাতিক) স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সাকিব। এই অর্জন নিয়ে বলেন, ‘অন্য যারা আছে, তারাও গ্রেট বোলার। যেহেতু অনেক ম্যাচ খেলার সুযোগ হয়েছে, ভাগ্যবানও হয়তো ছিলাম, এ কারণে এতগুলো উইকেট পাওয়ার সুযোগ হয়েছে। চেষ্টা করব এটা ধরে রাখতে।`

এ ছাড়া কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্যারিয়ার ১০ বছর পূর্ণ হয় সাকিবের, ‘এই ১০ বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরেছি। সামনের দিনগুলোতে যেন ভালো খেলতে পারি সেটাই আশা করছি।’

এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’বার আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন সাকিব। এবার আরেকটি লিগে শিরোপা জয়ের স্বাদ পেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করে গত ২৫ জুন রাতে সিপিএল খেলতে ঢাকা ছেড়েছিলেন সাকিব। দেড় মাসের সফর শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর সাকিব যোগ দেবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

আরটি/এনইউ/এমএস

আরও পড়ুন