ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসিকে ফেরাতে বার্সায় আর্জেন্টিনা কোচ

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১১ আগস্ট ২০১৬

আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পেয়ে এদগার্দো বাউসার প্রথম লক্ষ্য ছিল লিওনেল মেসিকে বুঝিয়ে-শুনিয়ে আবারো জাতীয় দলে ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে বার্সেলোনায় পৌঁছেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল নবনিযুক্ত এই কোচ।

গত জুনের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০১৪ বিশ্বকাপসহ টানা তিন বছরে তিনটি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট চারটি প্রতিযোগিতার ফাইনালে তুলেও কোনো শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

মেসির ফেরা নিয়ে বাউসা বলেন, মেসির সঙ্গে আমি কথা বলবো, আমি তাকে আমার পরিকল্পনা, অভিজ্ঞতার কথা জানাবো, তবে আন্তর্জাতিক ফুটবলে ফেরার জন্য বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে জোর করবো না।

এদিকে কয়েকদিন আগে আর্জেন্টিনার প্রধান ক্রীড়া দৈনিক ওলে এক রকম নিশ্চিত করেছে, সিদ্ধান্ত বদলে আবারো জাতীয় দলে ফিরছেন মেসি। শুধু তাই নয়, ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচেই দেখা যাবে তাকে।   

এমআর/আরআইপি

আরও পড়ুন