ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩-০ গোলে এগিয়ে ব্রাজিল

প্রকাশিত: ০২:৩৮ এএম, ১১ আগস্ট ২০১৬

হারলেই বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, তবে সে পথে হাঁটছে না প্রথমবারের মত স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা নেইমারের ব্রাজিলের। ম্যাচের ৬০ মিনিট শেষে ডেনমার্কের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল।

পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। এবার ঘরের মাঠে সেই অধরা সোনা জয়ের লক্ষ্য নিয়েই নিজদের শেষ ম্যাচে মাঠে নামে নেইমার-গ্যাব্রিয়েলরা।  ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর বিরতি থেকে ফিরে আরেক গোল করে ব্রাজিল।

এদিকে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার যেতে অনেক সমীকরণের সামনে ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচটা ইরাক জিতে গেলে ব্রাজিলকেও জিততেই হবে। শুধু তা-ই নয়, ইরাক যদি গোল করে ড্র করে (১-১ বা ২-২ এমন স্কোরে) ব্রাজিল গোলশূন্য করলেও বাদ পড়ে যাবে। সে ক্ষেত্রে ব্রাজিলের জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকবে না।

এদিকে  ইরাক ও ব্রাজিল নিজেদের শেষ ম্যাচটি জিতলে অবশ্য দুই দলই কোয়ার্টার ফাইনালে চলে যাবে। বাদ পড়বে ডেনমার্ক।

এমআর/আরআইপি

আরও পড়ুন