ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪ উইকেটে জয়

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের ধারায় রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পর দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী ভারতকে ৪ উইকেটে পরাজিত করেছে অসি শিবির। মেলবোর্নে টসে জিতে ভারতের করা ৮ উইকেটে ২৬৭ রানের জবাবে ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে জর্জ বেইলি শিবির।

ভারতের হয়ে লড়েছেন বলতে গেলে একা রোহিত শর্মাই। পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা। খেলেছেন ১৩৯ বলে ১৩৮ রানের ক্লাসিক্যাল এক ইনিংস। তবে তার যোগ্য সাহচার্য দিতে পারেনি কেউ। একমাত্র ব্যতিক্রম সুরেশ রায়না। তিনি করেছেন ফিফটি (৫১)।

বাকিরা ছিলেন যাওয়া আসার মধ্যে। অসি ফাস্ট বোলার মিচেল স্টার্ককের আগুণ ঝলসানো বোলিংয়ে পরাভূত ধোনি (১৯), ধাওয়ান(২), প্যাটেলরা (০)। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করে টানা দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মিশেল স্টার্ক।

২৬৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং দৃঢ়তার পরিচয় দেয় অস্ট্রেলিয়া। চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন অ্যারোন ফিঞ্চ (৯৬)। আরেক ওপেনার ওয়ার্নার করেন ২৪ রান। তৃতীয় উইকেটে ফিঞ্চ-স্মিথের ১০১ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।

এর আগে ৪১ রানের দারুন এক ইনিংস খেলে যান ওয়াটসন। ৪৭ রান করেন  স্মিথ। শেষ পর্যন্ত হাডিন-ফকনারের অবিচ্ছিন্ন জুটি অস্ট্রেলিয়াকে পৌছে দেয় জয়ের বন্দরে। ৪৯ ওভারে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ২৬৯। ভারতের হয়ে যাদব ২টি, ভুবনেশ্বর, সামি, প্যাটেল, অশ্বিন নেন ১টি করে উইকেট।

আগামী মঙ্গলবার ব্রিসবেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।