ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরেকটি রেকর্ডের সামনে মেসি

প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৯ আগস্ট ২০১৬

বেশ কিছু রেকর্ডের মালিক নিওনেল মেসি। জিতেছেন সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি`অর পুরস্কার। আর্জেন্টিনা জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এবার বার্সেলোনার হয়ে আরেকটি রেকর্ড গড়তে চলেছেন মেসি।

সাম্পদোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেই প্রীতি ক্লাব প্রতিযোগিতা হুয়ান গাম্পার ট্রফির সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি। আগামীকাল বুধবার রাত ১২ টায় ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে বার্সা। গাম্পার ট্রফিতে সর্বোচ্চ সাতটি করে গোল করেছেন বার্সার সাবেক তিন তারকা। তারা হলেন- হুয়ান রিস্তো স্টইচকভ, ম্যানুয়েল আসেন্সি ও জিকি বেগিরিতেইন।

এই টুর্নামেন্টে লিওনেল মেসি করেছেন পাঁচ গোল। সাম্পদোরিয়ার বিপক্ষে দুটি গোল করলে সাবেকদের রেকর্ড ছুঁবেন। আর ওই ম্যাচে তিন গোল করলে রেকর্ডটি নিজের দখলে নেবেন বার্সার প্রাণভোমরা। মেসি চাইবেন, নিজের সেরাটা ঢেলে দিয়ে এবারই রেকর্ডটি নিজের দখলে নিতে।

প্রসঙ্গত, বার্সেলোনা ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত হুয়ান গাম্পারের নামে মৌসুম শুরুর আগে ‘হুয়ান গাম্পার ট্রফি’ টুর্নামেন্টটি চলছে ১৯৬৬ সাল থেকে। এবারের আসরটি ৫১তম। বার্সার সামনে থাকছে টানা চারবার শিরোপা উল্লাসের হাতছানি।

এনইউ/এবিএস

আরও পড়ুন