ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২০ বছর পর অলিম্পিকে ফিলিপাইনের পদক

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৯ আগস্ট ২০১৬

আগের দুই অলিম্পিকে শূন্য হাতেই দেশে ফিরেছিল ফিলিপাইনের অ্যাথলেটরা। তাই রিও অলিম্পিকেও কোন প্রত্যাশা ছিলো না দেশটির অ্যাথলেটদের কাছে। কিন্তু ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পদক জিতে ফিলিপিনোদের আনন্দ সাগরে ভাসিয়েছেন মহিলা ভারোত্তোলক হিদিলিন দিয়াজ। ৫৩ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতে সবাইকে চমকে দিয়েছেন ২৫ বছর বয়সী এই ভারোত্তোলক।

ফিলিপাইন স্পোর্টস কমিশনের নির্বাহী পরিচালক রোনেল আব্রেনিসা বলেন, ‘দিয়াজ নয়, বরং অন্য অ্যাথলেটদের প্রতি আমাদের প্রত্যাশা ছিল বেশি। তাই এই পদক জয়টি আমাদের বিস্মিত করেছে। তিনি যে পদক আনতে পারবেন সেটি প্রত্যাশার মধ্যেই ছিলো না বিপুলসংখ্যক মানুষের।’

এদিকে অলিম্পিকে ফিলিপাইনের কোন মহিলা ক্রীড়াবিদের এটিই প্রথম পদক। শুধু তাই নয়, ১৯৯৬ সালের গেমসে বক্সার মানসুয়েতো ভেলাসকোর রৌপ্য জয়ের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি আর কোনো পদকই জয় করতে পারেনি।

এমআর/পিআর

আরও পড়ুন