ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দেশে ফিরতে ব্যাকুল শিরোপাজয়ী সাকিব

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৯ আগস্ট ২০১৬

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দীর্ঘদিন চল্লিশ দিন ধরে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চ্যাম্পিয়নও হয়েছে তার দল জ্যামাইকা তালওয়াস। এখন তিনি বাড়ি ফিরতে ব্যাকুল। নিজের অফিসিয়াল ফ্যান পেজে একটি ভিডিও পোস্ট করে এমনটাই জানালেন সাকিব।

ফ্যানদের উদ্দেশ্যে দেওয়া ভিডিওতে তিনি বলেন, `বাসায় যাব ভেবে রোমাঞ্চিত। এক মাসের বেশি হয়ে গেলে আমি ঘরকাতর হয়ে যাই। ৩০ দিনের বেশি থাকতে পারি না কোথাও। তাড়াতাড়ি দেশে যাব ইনশা আল্লাহ।`  

নিজের অফিসিয়াল ফ্যান পেজে একটি ভিডিও পোস্ট করেন সাকিব। লাইভে কথা বলেছেন সেন্ট কিটসের টিম হোটেলের বাইরে সৈকতের রেস্তোরাঁয় বসে। দেশে ফেরা ছাড়াও সিপিএলের শিরোপা জয় নিয়ে তিনি বলেন, `কয়েকটা ম্যাচ হারার পর সবার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। তবে আমরা দারুণভাবে ফিরেছি। আমার জন্য সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা ছিল।`

ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের কোন খেলা নেই। তাই দেশে ফিরে তাই ছুটির অবকাশ পাচ্ছেন সাকিব। যদিও কন্ডিশনিং ক্যাম্প গত ২০ জুলাই থেকে শুরু হয়েছে। সাকিব জানালেন, `দেশে ফিরে কয়েকদিনের ছুটি। এরপর ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি। আশা করি, খুব ভালো সময় কাটবে আমাদের ইংল্যান্ডের সঙ্গে। দেশে সবাই ট্রেনিং করছে। ওদের সঙ্গে আমার ফিটনেস লেভেলও ধরে রাখতে হবে।`



এমআর/পিআর

আরও পড়ুন