বাদ পড়ার শঙ্কায় ব্রাজিল!
পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। এবার ঘরের মাঠে সেই অধরা সোনা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল নেইমার-গ্যাব্রিয়েলরা।
তবে সোনা জয় তো দূরে থাক এবার নিজেদের মাঠে অলিম্পিকের গ্রুপ পর্বেও বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক ব্রাজিল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পর আরেক সহজ প্রতিপক্ষ ইরাকের বিপক্ষেও গোলশূন্য ড্র করার পর এ শঙ্কাটা আরও বেড়ে গেছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মাঠে নামবে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে ডেনমার্কের বিপক্ষে। আর ইরাকের ম্যাচ ১ পয়েন্ট নিয়ে শেষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ ম্যাচটা ইরাক জিতে গেলে ব্রাজিলকেও জিততেই হবে। শুধু তা-ই নয়, ইরাক যদি গোল করে ড্র করে (১-১ বা ২-২ এমন স্কোরে) ব্রাজিল গোলশূন্য করলেও বাদ পড়ে যাবে। সে ক্ষেত্রে ব্রাজিলের জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকবে না।
এদিকে ইরাক ও ব্রাজিল নিজেদের শেষ ম্যাচটি জিতলে অবশ্য দুই দলই কোয়ার্টার ফাইনালে চলে যাবে। বাদ পড়বে ডেনমার্ক।
এমআর/আরআইপি