ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফেলপসের ১৯তম সোনা

প্রকাশিত: ০৪:২১ এএম, ০৮ আগস্ট ২০১৬

সাঁতারের প্রায় সবক`টি রেকর্ড নিজের দখলে নিয়েছেন আগেই। বিবেচনা করা হয় সর্বকালের সেরা সাঁতারু হিসেবেও। অলিম্পিকে এ পর্যন্ত ২২টি পদক জয় করেছেন, যার মধ্যে ১৮টিই স্বর্ণপদক। এবার স্বর্ণ পদকের সংখ্যাটা ১৯ এ নিয়ে গেলেন মার্কিন সাঁতারু ফেলপস। রিও অলিম্পিকে নিজের প্রথম ইভেন্ট ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতলেন ৩১ বছর বয়সী কিংবদন্তি সাঁতারু।

phelps

গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সোমবার সকালে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে প্রথম লেগে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের সোনা জেতা ফ্রান্স। কিন্তু যুক্তরাষ্ট্রের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নীলজলে নেমেই সব উলট পালট করে দলে লিড এনে দিলেন। পড়ে সতীর্থরা ৩:৯:৯২ সেকেণ্ড সময় নিয়ে স্বর্ণ নিশ্চিত করেন। অন্যদিকে ৩:১০:৫৩ সেকেণ্ড সময় নিয়ে রৌপ্য জেতে ফ্রান্স। আর ৩:১১:৩৭ সেকেণ্ড সময় নিয়ে ব্রোঞ্জ পায় অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর অবসর ঘোষণা করেছিলেন ফেলপস, কিন্তু ২০১৪ সালে আবারও সাঁতারে ফেরেন তিনি।

এমআর/এমএস

আরও পড়ুন