ঢাকায় ফিরেছেন হাতুরুসিংহে
শঙ্কা কাটিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাতুরুসিংহে। রোববার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন এ লঙ্কান কোচার। বিসিবির লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ জুলাই গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরই বদলে যায় বাংলাদেশের পরিস্থিতি। বিশেষ করে সেদিন ১৭ জন বিদেশিকে হত্যা করায় বাংলাদেশে বিদেশিরা আসতে একাধিকবার বিবেচনা করছেন। তাই হাতুরুসিংহে আসবেন কিনা এ নিয়ে অনেকেই দ্বিধায় ছিলেন।
নিরাপত্তা জনিত কারণে নিজেদের ইচ্ছায় থাকার জন্য কুর্মিটোলা গলফ ক্লাবকে উঠেছেন বিদেশি কোচরা। তাই বনানীর পুরনো বাসা ছেড়ে এখন থেকে কুর্মিটোলা গলফ ক্লাবেই থাকবেন চন্দিকা হাথুরুসিংহে। রাতে ঢাকায় পা রেখে সরাসারি সেখানেই চলে গেছেন তিনি।
এদিকে, ইতোমধ্যেই শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। লম্বা ছুটির কারণে হাতুরুকে ছাড়াই শুরু হয় এ ক্যাম্প। এর আগে শুক্রবার হ্যালসল এবং শনিবার মারিও ভিল্লাভারায়ন ঢাকায় ফিরেছেন।
আরটি/আরএস