ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আল-আমিনের পক্ষ নিলেন ফিল্ডিং কোচ

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৭ আগস্ট ২০১৬

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত দু’টি ক্যাচ নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার সৌম্য সরকার। কিন্তু টুর্নামেন্টে বেশ কিছু সহজ ক্যাচ মিস করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। এর আগে এশিয়া কাপেও একইভাবে সহজ ক্যাচ মিস করেছিল তারা। এর মধ্যে সবচেয়ে সহজ ক্যাচ ছেড়েছিলেন আল-আমিন হোসেন। তবে এটাকে খেলার অংশ হিসেবে মেনে নিয়েছেন বাংলাদেশের দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। আর আল-আমিন ফিল্ডিংয়ে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন বলেও উল্লেখ করেন তিনি।

রোববার বিসিবি কার্যালয়ে তিনি বলেন, ‘আল-আমিন তার ফিল্ডিং নিয়ে কাজ করছে তাই এখানে মর্যাদাহানির কিছু নেই। যদি সে এ নিয়ে কঠোর পরিশ্রম না করে তাহলে তাকে তা করাতে চেষ্টা করি। এটা অনেক লম্বা একটা অভিযান। আমি মনে করি না সে এ নিয়ে পরিশ্রান্ত। সে ভালো ফিল্ডার নয় কিন্তু ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে।’

গত কয়েকটি সিরিজের ধারাবাহিকভাবে কিছু সহজ ক্যাচ মিস ভুগিয়েছে বাংলাদেশকে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হ্যালসল। তবে এ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। শুধু তিনি নয়, খেলোয়াড়রাও তাদের কাজ জানেন বলে জানান এ ইংলিশ।

‘খেলোয়াড়রা ক্যাচ মিস করতেই পারে। তবে সাধারণ ক্যাচ মিস যাতে না হয় এ নিয়ে আমরা ধারাবাহিকভাবে সংগ্রাম করে যাচ্ছি। তারা জানে এতে তাদের সতীর্থদের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের ক্ষতি হচ্ছে। আমি তাদের প্রথম ড্রেসিং রুমে দেখি। তারা চেষ্টা করছে। এটা অনেক লম্বা একটি প্রক্রিয়া।’

তবে আল-আমিন ভালো ফিল্ডার না হলেও বাংলাদেশে বেশ কিছু বিশ্বমানের ফিল্ডার রয়েছে বলে জানান হ্যালসল। সৌম্য সরকার, তামিম ইকবালের উদাহরণ হিসাবে টানেন তিনি। তাদের মত আরও কিছু ফিল্ডার চান কোচ।

‘সৌম্য অসাধারণ একজন ফিল্ডার। যদি বল আমাদের সেরা কোন ফিল্ডারের কাছে যায় তাহলে আমরা পৃথিবীর সেরা ফিল্ডারদের মতই। তবে এটার পরিমান আমাদের বাড়াতে হবে, এক থেকে ১১ পর্যন্তই আমরা সেরা হতে চাই।’

আরটি/এমআর/পিআর

আরও পড়ুন