পর্তুগাল সেরা রোনালদো
সম্প্রতি তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ব্যালন ডি`অর জিতেছেন রোনালদো। আর এবার পর্তুগিজ দুই কিংবদন্তি লুইস ফিগো ও ইউসেবিওকে পেছনে ফেলে পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। পর্তুগাল ফুটবল ফেডারেশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
জাতীয় দলের হয়ে বড় কোন শিরোপাই জিততে না পারলেও ব্যক্গিত অর্জনে অনেকেরই চেয়ে এগিয়ে তিনি। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৫২ গোলই তার। সেখানে ৪৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক ফুটবলার পাওলেতা। আর কিংবদন্তী ইউসেবিওর গোল ৬৪ ম্যাচে ৪১।
পর্তুগাল ফুটবল ফেডারেশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। কিন্তু সর্বকালের সেরা হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ কোপা দেল রের ম্যাচ থাকায় উপস্থিত ছিলেন না রিয়ালের এই তারকা।
এ ছাড়া পর্তুগালের সর্বকালের সেরা একাদশেও জায়গা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো।
সেরা একাদশ : ভিটো বেইয়া, ফার্নান্দো কেওটি, জার্মানো, হাম্বার্তো কোয়েলহো, রিকার্ডো কার্ভালহো, কুলিনা, লুইস ফিগো, রুই কস্তা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইউসেবিও ও ফিউচরা।