ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৬ আগস্ট ২০১৬

যা পারেননি সাঙ্কাকারা-জয়াবর্ধনে-জয়সুরিয়া-মুরালিধরনরা, তা করে দেখালেন ম্যাথুস-চান্দিমাল-হেরাথরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা।

শনিবার গলে সিরিজের দ্বিতীয় টেস্টে অসিদের ২২৯ রানের  বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে লঙ্কানরা। আর তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম টেস্টে স্টিভেন স্মিথের দলের বিপক্ষে ১০৬ রানের জয় পেয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

টেস্ট র‌্যাংকিংয়ে এক নাম্বার দল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার অবস্থান সপ্তম। তবে মাঠে সেই ছাপ পড়েনি। প্রথম টেস্টে যা একটু লড়াই করলেও দ্বিতীয় টেস্টে অসিরা হেরে গেছে তৃতীয় দিনেই। সফরকারীরা প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারলো স্টিভেন স্মিথের অধীনে। দলনেতা হিসেবে লজ্জাটা যেমন স্মিথের, তেমনি কোচ হিসেবে কলঙ্কের তিলক লাগলো ড্যারেন লেম্যানের ললাটে।

আজ শনিবার ৩ উইকেটে ২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ক্রিজে এসে ডেভিড ওয়ার্নারকে নিয়ে সাবধানেই পা ফেলার কথা ছিল অধিনায়ক স্টিভেন স্মিথের। সেটা তো করলেনই না, বরং ব্যাট করছিলেন ওয়ানডে মেজাজেই। ৫ ওভারেই তুলে ফেলেছিলেন ৩৫ রান। তবে এই খুনে মেজাজে বেশি দূর এগোতে পারেননি তারা।

চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ার পর ওয়ার্নারকে সাজঘরে ফেরান দিলরুয়ান পেরেরা। বিদায়ের আগে ৪১ রান করেন ওয়ার্নার। ব্যক্তিগত ৩০ রানের মাথায় ওই পেরেরার শিকার হন স্মিথও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সাকুল্যে করতে সক্ষম হয় ১৮৩ রান। তৃতীয় দিনের চা বিরতির আগেই অলআউট  হয়ে যান স্মিথরা!

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। অপরদিকে প্রথম ইনিংসে ২৮৩ রান করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে করেছিল ২৩৭ রান। ক্যারিয়ারে প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেটও নিলেন শ্রীলঙ্কার স্পিনার দিলরুয়ান পেরেরা। প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পকেটে পুরেছেন তিনি। দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ৬৪ রান। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই লঙ্কান বোলার।

এনইউ/এবিএস/এমএস

আরও পড়ুন