অলিম্পিকের রাজা ও রানীরা
অলিম্পিকের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই- অ্যাথলেটিক্স। অন্যতম আকর্ষণ সাঁতার, জিমন্যাস্টিক্স-এ। অলিম্পিকের শতবর্ষের ইতিহাসে কিংবদন্তী হয়েছেন অনেকেই। তাদের নিয়েই জাগো চ্যাম্পিয়নের বিশেষ আয়োজন অলিম্পিকের রাজা-রানীরা।
জনি ওয়েসমুলার : যুক্তরাষ্ট্রের সাঁতারু
অলিম্পিক ইতিহাসের প্রথম নায়ক। ১৯২৪ সালে প্যারিসে সাঁতারে তিন স্বর্ণ, ১০০ ৪০০ মিটার ফ্রি স্টাইল, ৪*২০০ মিটার ফ্রি স্টাইল, ওই অলিম্পিকে ওয়াটার পোলোতে ব্রোঞ্জ জয়ী দলের সদস্য। ১৯২৮ সালে আমস্টার্ডামে ২ স্বর্ণ, ১০০ মিটার ফ্রি স্টাইল ও ৪*২০০ মিটার ফ্রি স্টাইল
জেসি ওয়েন্স : যুক্তরাষ্ট্রের অ্যাথলেট
১৯৩৬ বার্লিন অলিম্পিকে ৪ স্বর্ণ জিতে ইতিহাস স্রষ্টা, ১০০ ও ২০০ মিটার দৌড় এবং ৪*১০০ মিটার রিলে এবং ব্রড জাম্পসহ ৪ স্বর্ণ।
লারিসা লাতানিনা : সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানে ইউক্রেনের জিমন্যাস্ট
১৯৫৬, ১৯৬০ ও ১৯৬৪ সালে তিন অলিম্পিকে ৯ স্বর্ণ। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে টিম, অলরাউন্ড ভোল্ট ও ফ্লোর এক্সারসাইজে ৪ স্বর্ণ, চার বছর পর রোমে ৩ স্বর্ণ, টিম, অলরাউন্ড ও ফ্লোর এক্সারসাইজ। ১৯৬৪ সালে টোকিও গেমসে টিম ও ফ্লোর এক্সারসাইজে ২ স্বর্ণ।
মার্ক স্পিৎজ : যুক্তরাষ্ট্রের সাঁতারু
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক সাঁতারে, ৭ নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ৭ স্বর্ণ, ২০০ মিটার বাটারফ্লাই, ৪*১০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ফ্রি স্টাইল, ১০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রি স্টাইল, ৪*১০০ ফ্রি স্টাইল রিলে, ৪*১০০ মিটার মিডলে রিলে।
নাদিয়া কোমানিচি : রোমানিয়ান নারী জিমন্যাস্ট
১৯৭৬ সালে মন্ট্রিল অলিম্পিকে ৩ স্বর্ণ, অলরাউন্ড, আনইভেন বারস ও ব্যালেন্স বিম। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ২ স্বর্ণ, ব্যালেন্স বিম ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে স্বর্ণ।
ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার
যুক্তরাষ্ট্রের নারী খাটো পাল্লার দৌড়বিদ। ১৯৮৮ সিউল অলিম্পিকে ৩ স্বর্ণ, ১০০, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলে।
কার্ল লুইস : অ্যাথলেট, যুক্তরাষ্ট্র
১৯৮৪ সালে লস এ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪ স্বর্ণ, ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্ট, ৪*১০০ মিটার রিলে, ব্রড জাম্প, এছাড়া ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে ১০০ মিটার ও লং জাম্পে স্বর্ণ, ১৯৯২ সালে বার্সিলোনায় ৪*১০০ মিটার রিলে এবং ব্রড জাম্পে স্বর্ণ, ১৯৯৬ সালে আটলান্টায় লং জাম্পে স্বর্ণ
মাইকেল ফেলস : যুক্তরাষ্ট্রের সাঁতারু
২০০৪ সালে এ্যাথেন্সে ৬ স্বর্ণ, ১০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার মিডলে, তিনটিতেই অলিম্পিক রেকর্ড। ৪০০ মিটার মিডলে বিশ্ব রেকর্ড, ৪* ২০০ মিটার ফ্রি স্টাইল, ৪*১০০ মিটার মিডলে দুটিতেই স্বর্ণ। ২০০৮ সালে বেইজিংয়ে ৮ স্বর্ণ জিতে অলিম্পিক ইতিহাসের সেরা পারফরমারের রেকর্ড।
১৯৭২ সালে যুক্তরাষ্ট্রর মার্ক স্পিৎজের গড়া ৭ স্বর্ণ বিজয়ের রেকর্ড ভেঙে এক বিরল কৃতিত্বের অধিকারী। ৮ স্বর্ণের ৭টিতে বিশ্ব রেকর্ড আর একটিতে অলিম্পিক রেকর্ড। ২০০ মিটার ফ্রি স্টাইল, ১০০ মিটার বাটারফ্লাই (৫০.৫৮ সেকেন্ড), কেবল অলিম্পিক রেকর্ড।
২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে, ৪*১০০ মিটার ফ্রি স্টাইল। ৪* ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে, এবং ৪* ১০০ মিটার মিডলে।
উসাইন বোল্ট : জ্যামাইকান অ্যাথলেট
২০০৮ বেইজিংয়ে : ১০০ ও ২০০ মিটার দৌড় এবং ৪*১০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণ, ২০১২ সালে লন্ডনে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪*১০০ মিটার রিলে স্বর্ণ
২০১৬... ?
অলিম্পিক নিয়ে জাগো চ্যাম্পিয়নের বিশেষ এই আয়োজন পড়তে ক্লিক করুন এই লিংকে…
আইএইচএস/পিআর