লেস্টারের বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সা
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। সুইডেনের সোলনা ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সেল্টিকের বিপক্ষে বার্সা তরুণদের নিয়ে মাঠে নামলেও দলে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা কেউই অবশ্য গোল করতে পারেননি। তবে জয় পেতে কোন সমস্যা হয় এনরিকের শিষ্যদের। ৩-১ গোলের জয় পায় মেসির বার্সা।
এ দিকে গত মৌসুমে ক্লাবের ১৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা লেস্টার অবশ্য ভালো অবস্থায় নেই। প্রাক-মৌসুমে নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এবার বার্সার সামনেও তাদের বড় পরীক্ষাই দিতে হবে।
এমআর/আরআইপি