প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, ৪ বার ফিফা কনফেডারেশন কাপ ও ৮ বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল। তবে এক জায়গায় তাদের বড় ফাঁকা। এখন পর্যন্ত অলিম্পিকে স্বর্ণ জেতা হয়নি তাদের। এবার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় তারা।
আর ঘরের মাঠে অলিম্পিকে স্বর্ণ জয়ের মিশনে নামার আগে নিজেদের ভালো ভাবেই ঝালিয়ে নিলো নেইমাররা। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাপানকে ২-০ গোলে হারিয়ে নেইমাররা। দলের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল ও মার্কুইনহোস।
নিজেদের ইতিহাসে প্রথম স্বর্ণ পদক জিততে এবারের আসরে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। যেখানে ব্রাসিলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা। আর গ্রুপ ‘এ’তে দলটি ইরাক ও ডেনমার্কের বিপক্ষেও খেলবে। অলিম্পিক আসরে ফুটবলে ১৬ দলের খেলা হয়। যেখানে প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে।
এমআর/এমএস