ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রুনির মুখে মরিনহোর প্রশংসা

প্রকাশিত: ০৪:০৯ এএম, ৩০ জুলাই ২০১৬

স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রুনির বিশ্বাস ইউনাইটেডকে প্রিমিয়ার লিগ জয়ের ধারায় ফেরাতে পারবে চার দেশে আটটি লিগ এবং বিভিন্ন ক্লাবের হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লিগসহ বড় ধরনের ১৭টি ট্রফি জয়ী পর্তুগীজ কোচ মরিনহো।  

ম্যানচেস্টার রেডিও কি-১০৩ কে দেওয়া সাক্ষাৎকারে রুনি বলেন, `নতুন একজন কোচ পাওয়া সব সময়ই বড় ব্যপার। তবে আপনি যখন মরিনহোর মতো কাউকে পাবেন তখন সেটা আরো বড় কিছু। তিনি ক্লাবকে জয়ের মানসিকতায় ফেরাবেন।`

ম্যানচেস্টার ও ইংল্যান্ড জাতীয় দলের এ অধিনায়ক আরো বলেন, `একটা ফুটবল ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিততে হবে এবং তার (মরিনহো) জন্য আমাদের ভাল খেলতে হবে। খেলোয়াড়দের উপড় চাপ আছে। তবে আমরা প্রস্তুত এবং চলতি মৌসুমে সব বিভাগেই আমরা সত্যিকারের চ্যালেঞ্জ ছুড়ে দেব বলে আমি মনে করছি।`

৩০ বছর বয়সী এ স্ট্রাইকার আরো বলেন,`তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ভাল। অনুশীলন পর্ব কঠিন তবে উপভোগ্য। আমরা প্রস্তুত, আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা জানি আমাদের জন্য এটা অনেক বড় মৌসুম।`

এমআর/পিআর

আরও পড়ুন