পাকিস্তানে আয়ের রেকর্ড গড়লেন হাফিজ
পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সর্বাধিক আয়ের রেকর্ড গড়লেন সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ২০১৫-১৬ মৌসুমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে হাফিজের আয় প্রায় ৩৯ মিলিয়ন রূপি।
পাকিস্তানের পক্ষে তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তাদের আয় স্বাভাবিকভাবে বেশি। গেল বছরে সেই হিসেবে হাফিজ সবার আগে। উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ আছেন দ্বিতীয় স্থানে। পিসিবি থেকে তার আয় ৩ কোটি ৩০ লাখ রুপি। শহীদ আফ্রিদি শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। তিনি আয় করেছেন ১ কোটি ৮০ লাখ রুপি।
২০১৫-১৬ তে পাকিস্তানের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়রা :
মোহাম্মদ হাফিজ : ৩ কোটি ৯০ লাখ রুপি
সরফরাজ আহমেদ : ৩ কোটি ৩০ লাখ রুপি
আজহার আলী : ৩ কোটি রুপি
ইউনিস খান : ২ কোটি ৪০ লাখ রুপি
আহমেদ শেহজাদ : ২ কোটি ৮০ লাখ রুপি
ওয়াহাব রিয়াজ : ২ কোটি ৯০ লাখ রুপি
শোয়েব মালিক : ২ কোটি ৬০ লাখ রুপি
রাহাত আলি : ১ কোটি ৭০ লাখ রুপি
মোহাম্মদ ইরফান : ১ কোটি ৫০ লাখ রুপি
উমর আকমল : ১ কোটি ৮০ লাখ রুপি
জুনায়েদ খান : ১ কোটি ৩০ লাখ রুপি
জুলফিকার বাবর : ১ কোটি ১০ লাখ রুপি
আনোয়ার আলি : ১ কোটি ২০ লাখ রুপি
মোহাম্মদ রিজওয়ান : ১ কোটি ৪০ লাখ রুপি
এমআর/এবিএস