ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অভিষেকের রাজা মোস্তাফিজ

প্রকাশিত: ০৯:১১ এএম, ২৬ জুলাই ২০১৬

ক্রিকেটের প্রায় সব ফরম্যাটেই অভিষেকে চমক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেটা টি-টোয়েন্টি, টেস্ট বা ওয়ানডে যাই হোক না কেন। অভিষেক ম্যাচে আলো ছড়িয়েছেন বিদেশি লিগগুলোতেও।

আইপিএলে অভিষেক থেকে শুরু করে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত মোস্তাফিজে বুঁদ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ধারাবাহিকতায় বাংলাদেশের পেস বিস্ময় টেনে নিয়ে গেলেন ইংল্যান্ডেও।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের অভিষেকেও দেখালেন যাদু। এবার এক নজরে দেখে নেওয়া যাক মোস্তাফিজ অভিষেক ম্যাচগুলোতে আসলে কী করেছিলেন...champion

টি-টোয়েন্টি
২৪ এপ্রিল, ২০১৫, মিরপুর, প্রতিপক্ষ পাকিস্তান : ৪-০-২০-২, মোট ম্যাচ : ১৩, উইকেট: ২২টি, সেরা: ২২/৫

ওয়ানডে
১৮ জুন, ২০১৫, মিরপুর, প্রতিপক্ষ ভারত : ৯.২-১-৫০-৫, মোট ম্যাচ : ৯, উইকেট: ২৬টি, সেরা ৪৩/৬।

টেস্ট
২১-২৫ জুলাই, ২০১৫, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ১৭.৪-৬-৩৭-৪। মোট ম্যাচ: ২, উইকেট: ৪, সেরা ৩৭/৪।

প্রথম শ্রেণি
১৯-২২ এপ্রিল, ২০১৪, কক্সবাজার, জাতীয় লিগের খুলনা-ঢাকা বিভাগ ম্যাচে, ১৫-৬-৪১-১ ও ৯-০-২৫-০। মোট ম্যাচ: ১৫, উইকেট: ৪৪টি, সেরা ৩৩/৬

লিস্ট ‘এ’
২৮ নভেম্বর, ২০১৪, ফতুল্লায়, আবাহনী-কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচে, ১০-০-৩২-৫। মোট ম্যাচ: ১৪, উইকেট: ৩৮টি, সেরা ৪৩/৬।

বিপিএল
২২ নভেম্বর, ২০১৫, মিরপুর, ঢাকার হয়ে কুমিল্লার বিপক্ষে, ৪-০-২৪-১। মোট ম্যাচ : ১০, উইকেট: ১৪টি, সেরা: ৩/১৪

আইপিএল
১২ এপ্রিল, ২০১৬, বেঙ্গালুরু, হায়দরাবাদের হয়ে ব্যাঙ্গালুরুর বিপক্ষে, ৪-০-২৬-২। মোট ম্যাচ : ১৬, উইকেট: ১৭টি, সেরা: ৩/১৬

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট
২১ জুলাই, ২০১৬, চেমসফোর্ড, সাসেক্সের হয়ে এসেক্সের বিপক্ষে, ৪-০-২৩-৪, মোট ম্যাচ: ২, উইকেট: ৪টি, সেরা : ৪/২৩।

জাগো চ্যাম্পিয়নের অষ্টম সংখ্যা সম্পূর্ণ পড়তে ক্লিক করুন এই লিংকে...

আইএইচএস/এবিএস

আরও পড়ুন