ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩৩০ রানের বিশাল ব্যবধানে জিতলো ইংল্যান্ড

প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৫ জুলাই ২০১৬

ফলোঅন করালে নিশ্চিত ইনিংস ব্যবধানে জয় পেতে পারতো ইংল্যান্ড। একটু সতর্কতার জন্য আবার দ্বিতীয় ইনিংসে নিজেরা ব্যাট করতে নেমেছিলেন অ্যালিস্টার কুকরা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৭৩ রান করার পর ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক।

ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৬৫ রানের বিশাল পাহাড়। এই পাহাড় টপকাতে বিশ্বরেকর্ডই গড়তে হতো মিসবাহদের। সেই রেকর্ড-ফেকর্ডের ধার ধারেনি তারা। ইংলিশদের পেস আর স্পিনের ত্রিমুখি আক্রমণের মুখে মাত্র ২৩৪ রানে অলআউট পাকিস্তান। ফলে ৩৩০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিল ইংল্যান্ড।

লর্ডসে হারের পর মধুর প্রতিশোধ নেয়া হলো অ্যালিস্টার কুকদের। জয়ের জন্য ৫৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানদের উইকেট প্রথম থেকেই পড়তে থাকে। শান মাসুদ আর আজহার আলি ফিরে যান ২৫ রানের মধ্যে। মোহাম্মদ হাফিজ করেন ৪২ রান। এটাই পুরো ইনিংসে সর্বোচ্চ।

৩৫ রান করেন মিসবাহ-উল হক। আসাদ শফিক করেন ৩৯ রান। শেষ দিকে এসে মোহাম্মদ আমির ২৯ রান করে পাকিস্তানের পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ইনজুরি থেকে ফিরেই ঝলক দেখালেন। ৪১ রান দিয়ে নিলেন ৩ উইকেট।

তবে ক্রিস ওকস এই ইনিংসেও নিজেকে বিধ্বংসী বোলার হিসেবে প্রমাণ করলেন। তিনিও ৪১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুই ইনিংসে তার শিকার মোট ৭ ব্যাটসম্যান। স্পিনার মঈন আলিও জ্বলে উঠলেন। তিনিও নিয়েছেন ৩ উইকেট।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র আলেক্স হেলসের উইকেটটিই হারাতে হয় ইংল্যান্ডকে। ৭৬ রানে অ্যালিস্টার কুক এবং জো রুট অপরাজিত থাকেন ৭১ রানে। চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরে আসলো।

স্কোর : ইংল্যান্ড ৫৮৯/৮ (ডিক্লেয়ার) ও ১৯৮/১। পাকিস্তান : ১৯৮/১০ ও ১৪৩/১০। ফল : ইংল্যান্ড ৩৩০ রানে জয়। ম্যাচ সেরা : জো রুট।

আইএইচএস/বিএ