ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় ম্যাচে সাকিবের হার

প্রকাশিত: ০৩:০৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

বিগ ব্যাশের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখলেন সাকিব আল হাসান। মেলবোর্ন স্টারসের বিপক্ষে তার দল হেরেছে ৩ উইকেটে।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাথু ওয়েডের ৪৯ বলে ৭১ রানের উপর ভর করে  নির্ধারিত ২০ ওভারে রেনিগেডসের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৩ রান। ব্যাট হাতে সাকিব করেন ১ রান।

১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় মেলবোর্ন স্টারসকে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে এই জয় তুলে নেয় তারা। স্টারসকে জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেভিন পিটারসেন ও গ্লেন ম্যাক্সওয়েলের তৃতীয় উইকেট জুটি। এ জুটিতে আসে ৮০ বলে ১২০ রান। আউট হওয়ার আগে পিটারসেন করেন ৪৯ রান আর ম্যাক্সওয়েল ৬৬ রান। বল হাতে সাকিব ছিল দুর্দান্ত। টি ২০ ক্রিকেটের শীর্ষ এই অলরাউন্ডার ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রানে নেন ১ উইকেট।