ইংল্যান্ডে এক বাংলাদেশির বাসায় উঠেছেন মোস্তাফিজ
প্রথমবারের মত ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গেছেন মোস্তাফিজ। দলের পরিবেশ এবং দেশের আবহাওয়া কোনটার সঙ্গেই তেমন পরিচত নন বাংলাদেশের এই কাটার মাস্টার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একবার ইংল্যান্ড আসলেও ইনজুরির কারণে একদিন পরেই দেশে ফিরতে হয়েছিল তাকে। তাই এবার ইংল্যান্ডে এসেই প্রথমে উঠেছেন স্থানীয় এক বাংলাদেশির বাসায়।
সাসেক্সের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে মোস্তাফিজ সম্পর্কে কথা বলতে গিয়ে সাসেক্স ক্রিকেটের সভাপতি জিম মে বলেন, ‘মোস্তাফিজ সাসেক্সে এক বাংলাদেশি পরিবারের বাসায় উঠেছে। তারাই তাকে স্বাগতম জানায়।’
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক ম্যাচে নেমেই চার উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেন মোস্তাফিজ। এসেক্সের বিপক্ষে সেই ম্যাচে ম্যাচ সেরার পুরষ্কারটিও লুফে নেন বাংলাদেশের এই বিস্ময়বালক। অবশ্য প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচটি অতটা সুখকর হয়নি তার। দলের হারের দিনের বল হাতেও অনুজ্জ্বল ছিল মোস্তাফিজ। এদিন ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ।
আরআর/এবিএস