ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সারের বিপক্ষে ম্লান মোস্তাফিজ

প্রকাশিত: ০৯:২২ পিএম, ২২ জুলাই ২০১৬

এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। এতো কাঠ খড় পুড়িয়ে মোস্তাফিজকে দলে নিয়ে নকঅউটের স্বপ্ন দেখছিল সাসেক্স। সেখানে সারের বিপক্ষে উইকেটশূন্য তো থাকলেনই, তার সঙ্গে মোস্তাফিজের বলে বিশাল ছক্কা হাঁকিয়েই জয় নিশ্চিত হলো সারের। নিজের দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ ম্লান থাকলেন মোস্তাফিজ।

এদিন ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নেন মোস্তাফিজ। সে ওভারে শেষ দুই বলে দুটি চার খেলে ১০ রান দিয়ে ওভার শেষ করেন তিনি। এরপর ১৩তম ওভারে আবার বোলিং করতে এসে ১৩ রান দেন কাটার মাস্টার।

তিন ওভার পর আবার বোলিংয়ে আসেন মোস্তাফিজ। প্রথম পাঁচ বলে পাঁচ দিলেও শেষ বলে চার খেয়ে মোট ৯ রান দেন তিনি। এরপর ১৯তম ওভারে তিনি প্রথম দুই বলে ৮ রান দিলে জয় পায় সারে। ওভারের দ্বিতীয় বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সারের জয় নিশ্চিত করেন ক্রিস মরিস। শেষপর্যন্ত মোস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৩.২-০-৩১-০।

অথচ আগের ম্যাচে দীর্ঘ ১৩ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি কাঁটিয়েই খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন মোস্তাফিজ। হাই স্কোরের ম্যাচে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। আর তার এই পারফরম্যান্সে ভর করেই ২৪ রানের জয় পেয়েছিল সাসেক্স।

ইংল্যান্ডের নেটওয়েস্ট টি-২০ ব্লাস্টে কোয়ার্টার ফাইনালে যেতে সারের বিপক্ষে জিততেই হতো সাসেক্সের। কিন্তু ম্যাচটি উল্টো তারা হেরে যায় ১০ বল বাকি থাকতেই। ছয় উইকেটের হারে কার্যত নকআউট পর্বের খেলার স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেল তাদের। শেষ আটে খেলতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।

আরটি/একে

আরও পড়ুন