ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোস্তাফিজের অভিষেক ম্যাচে জয় চাই সাসেক্সের

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২১ জুলাই ২০১৬

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের ১১ ম্যাচের পাঁচটিতে হেরে ইতোমধ্যে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব সাসেক্স শার্কের। হাতে রয়েছে মাত্র তিনটি ম্যাচ। এমন সময় দলের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ। আর যোগ দিয়েই কঠিন সমীকরণের সামনে পরতে হচ্ছে তাকে। নকআউট রাউন্ডে যেতে পরবর্তী তিনটি ম্যাচের তিনটিতেই জয় চাই সাসেক্সের।

ইংল্যান্ডের ১৮টি অঞ্চলকে দক্ষিনাঞ্চল এবং উত্তরাঞ্চল নামে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। যেখানে প্রত্যেক গ্রুপে প্রতিনিধিত্ব করবে ৯টি দল। মোস্তাফিজের সাসেক্স রয়েছে দক্ষিনাঞ্চল গ্রুপে। যেখানে ১২ ম্যাচের ৮টি জিতে ১৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে গ্লোস্টারশ্যায়ার। ১১ ম্যাচের ৭টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গ্লামরগ্যান।

১১ ম্যাচের মাত্র ৪টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে মোস্তাফিজের সাসেক্স রয়েছে সপ্তম স্থানে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী প্রত্যেক দল গ্রুপে ১৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপের শীর্ষ ৪ দল জায়গা করে নিবে নকআউট রাউন্ডে। সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডে যেতে পরবর্তী তিনটি ম্যাচেই জিততে হবে সাসেক্সকে।

মোস্তাফিজ সেটি পারবে কি না তা সময়েই বলে দিবে। তবে সাসেক্সের ভক্ত অনুরাগীরা মোস্তাফিজের দিকেই যে তাকিয়ে থাকবে সেটি বলাবাহুল্য। টি-টোয়েন্টি ব্লাস্টে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতেই মাঠে নামার কথা রয়েছে মোস্তাফিজের। এর ঠিক একদিন পরেই তিনি নামবেন সাসেক্সর বিপক্ষে। ২৮ জুলাই সাসেক্সের হয়ে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবেন গ্লামরগ্যানের বিপক্ষে।

আরআর/আরআইপি

আরও পড়ুন