ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির আশা ইংল্যান্ড আসবে

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২০ জুলাই ২০১৬

ঢাকাসহ কয়েকটি স্থানে সম্প্রতি কয়েক দফা সন্ত্রাসী হামলার ঘটনায় আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গুলশানে বিদেশি নাগরিকদের হত্যার কারণে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমনকি ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানও শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ সফর নিয়ে। তবুও ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হলো মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প। এ ক্যাম্পে রিপোর্ট ও ফিটনেস টেস্ট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে- এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আশা করি সফরটা হবে। ইংল্যান্ড সব সময় বাংলাদেশকে সাহায্য করেছে। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এসেছে (তখনও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছিলো)। আগেও তারা বাংলাদেশকে সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে মনে করছি তারা আসবে।’

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রায় ছয় মাসের বিরতির পর ইংল্যান্ড সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তাই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের অধীর প্রতীক্ষাকে ইংল্যান্ড গুরুত্বের সঙ্গে দেখবে বলেই আশা করছেন মাশরাফি, ‘বাংলাদেশের সমর্থকরা অনেক দিন ধরেই খেলা দেখার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের সবাই খেলাটা খুব পছন্দ করে। তারা মনে করে ইংল্যান্ড আসবে। আমাদের সঙ্গে খেলবে।’

তবে ইংল্যান্ড আসুক বা না আসুক এ অনিশ্চয়তার পরও নিজেদের কাজে সামান্য ঘাটতি দিতে রাজী নন মাশরাফিরা। নিজেদের কাজ ঠিকমতই করে যাচ্ছেন তারা, ‘আমরা সবাই আশাবাদী। এখনও তিন মাস বাকি। সবচেয়ে বড় ব্যপার হলো, এখানেই তো শেষ নয়। সবারই উচিত ফিটনেস ধরে রাখা। আমাদের উচিত ফিটনেস ধরে রাখে, খেলার জন্য প্রস্তুত থাকা। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখবে।’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। ৭ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে এ সিরিজ শুরু হবার কথা রয়েছে।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন