ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রাণ-ক্র্যাকো ডিআরইউ হ্যান্ডবল শুরু ২৪ জুলাই

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ জুলাই ২০১৬

সাংবাদিকদের বিনোদনের জন্য সব সময়ই ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন আয়োজন করে থাকে। এই ক’দিন আগেও যেমন ডিআরইউ সদস্যদের সন্তানদের সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। আবার পারিবারিক বিনোদনের জন্য আয়োজন করা হয়েছিল পারিবারিক ক্রীড়া উৎসব। তারই ধারাবাহিকতায় শুধুমাত্র সাংবাদিকদের জন্য এবার আয়োজন করা হলো হ্যান্ডবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করবে প্রাণ-ক্র্যাকো।
 
আগামী ২৪ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শুরু হবে প্রাণ-ক্র্যাকো ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্টটি। এ উপলক্ষে আজ (১৯ জুলাই) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল ও কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড এর হেড অব মার্কেটিং মো. আলী হাসান আলম ও অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মো. রায়হান আহমেদ।

সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন বলেন, ‘এ বছরই আমরা প্রথমবারের মত সাঁতার প্রশিক্ষণ ও পারিবারিক ক্রীড়া উৎসবের আয়োজন করেছি। এবার আয়োজন করতে যাচ্ছি হ্যান্ডবলের মত বড় একটি টুর্নামেন্ট, যা ডিআরইউর সেরা একটি আয়োজন। সামনে আমরা আরো বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করব। প্রাণ ফুডসকে আমাদের স্পন্সর হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে তারা আমাদের বিভিন্ন কর্মসূচিতে পাশে থাকবেন বলে আশা করি।’

সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘বর্তমান কমিটির নেতৃত্বে ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি ইভেন্ট ভালোভাবে শেষ করতে পেরেছি। এবার প্রাণ-ক্র্যাকো হ্যান্ডবল টুর্নামেন্টটিও সুন্দরভাবে শেষ করতে চাই। ভবিষ্যতে ডিআরইউর ক্রীড়ায় একটি ভিন্নমাত্রা যোগ করতে চাই।’ সাধারণ সম্পাদক জানান, ‘নানা কারণে ছয় বছর যাবৎ ডিআরইউর ফুটবল টুর্নামেন্টটি বন্ধ রয়েছে, যা এবার আমরা আয়োজনের ইচ্ছা পোষণ করছি।’  

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘আমি বিভিন্ন সময় ডিআরইউর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম; কিন্তু এবারই প্রথম হ্যান্ডবল ফেডারেশনের পক্ষে বক্তব্য দিতে পেরে গর্ববোধ করছি। ডিআরইউর হ্যান্ডবল টুর্নামেন্টটি সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড এর হেড অব মার্কেটিং মো. আলী হাসান আলম বলেন, ‘ডিআরইউর হ্যান্ডবল টুর্নামেন্টে আমরা স্পন্সর হতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও আমরা ডিআরইউর খেলাধুলার সাথে থাকব। ডিআরইউ যখনই আমাদের ডাকবে, আমরা তাদের খেলাধুলার সাথে সবসময় যুক্ত হবো।’

তিনি আরো বলেন, ‘আমরা আজই জানতে পারলাম ডিআরইউর ক্রীড়ায় নানামাত্রিক আয়োজন রয়েছে, যা আজকের অনুষ্ঠানে না আসলে হয়তো জানতেও পারতাম না।’

অনুষ্ঠানের শুরুতেই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ২৫ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতায় ২৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণ করবে।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন