ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসিকে ছাড়বে না বার্সা

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৭ জুলাই ২০১৬

কর ফাঁকি মামলায় মেসির ২১ মাস জেল হওয়ার পরপরেই গুঞ্জন ওঠে বার্সেলোনা ছাড়বেন মেসি। এমনকি মেসিকে সমর্থন জানাতে গিয়েও বার্সা সমর্থকদের রোষানলে পড়েন এই আর্জেন্টাইন। কিন্তু আশার বাণী হল সহসাই বার্সেলোনা ছাড়ার চিন্তা করছেন না লিওনেল মেসি। উল্টো বার্সার সঙ্গে চুক্তি বাড়ানোর ইচ্ছা পোষণ করেছেন ক্ষুদে যাদুকর।

মেসির সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বার্সার। সম্প্রতি মেসির বাবার সঙ্গে মেসির চুক্তি বাড়ানোর ব্যাপারে ফলপ্রসু আলোচনাও হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা ‘মুন্ডো দেপোর্তিভো’।

কোপা আমেরিকায় চিলির বিপক্ষে হারার পর প্রায় সবকিছু থেকে দূরে রয়েছেন মেসি। বার্সেলোনার সভাপতি আশা করেন, নতুন চুক্তির মাধ্যমে মেসি আরো উদ্বুদ্ধ হয়ে খেলতে পারবে এবং বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারবে।

‘আমাদের মেসির সঙ্গে চুক্তি নবায়ন করা উচিৎ। অন্যান্য সব খেলোয়াড়দের মতই সেও বার্সায় থাকতে চায়।’

মেসির মত মাসচেরানোরও চুক্তি ২০১৮ সালে শেষ হবে। সেটি নিয়েও ভাবছে বার্সা। ইতোমধ্যে নেইমারের সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলেছে স্পেনের এই ক্লাবটি।

আরআর/এবিএস

আরও পড়ুন