ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় দিন শেষে ৫০১ রানে পিছিয়ে ভারত

প্রকাশিত: ১০:০০ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৭১ রান। স্বাগতিকদের চেয়ে ৫০১ রানে পিছিয়ে রয়েছে তারা।

দিনের শেষ ভাগে প্রথম ইনিংসে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দলীয় স্কোরে ১ রান যোগ হতেই সাজঘরে ফিরেছেন ওপেনার মুরালি বিজয়। ব্যক্তিগত শূন্যরানে স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। পরে কোনো উইকেট না হারিয়েই দিনের খেলা শেষ করেছে ভারত। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৪০ রান) ও লোকেশ রাহুল (৩১ রান)।

এর আগে ৭ উইকেটে ৫৭২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ। আর ৫টি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৭১/১ (বিজয় ০, রোহিত ৪০*, রাহুল ৩১*)
অস্ট্রেলিয়া প্রথম ইনিস : ৫৭২/৭ ডিক্লে. (ওয়ার্নার ১০১, স্মিথ ১১৭, রজার্স ৯৫, ওয়াটসন ৮১, বার্নস ৫৮, শামি ৫/১১২)