ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সা ছাড়ার কথা ভাবছেন মেসি!

প্রকাশিত: ০৬:২৪ এএম, ১২ জুলাই ২০১৬

বার্সেলোনার প্রতি তার কৃতজ্ঞতার কথা বহুবার বহু মঞ্চে বলেছেন তিনি। এমনও বলেছেন, পেশাদার ফুটবলের শেষ পর্যন্ত তিনি স্পেনের এই ক্লাবের সঙ্গেই থাকবেন। তবে কর ফাঁকি মামলায় মেসির ২১ মাসের জেল হওয়ায় ২০১৮ সালে চলতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে পারেন মেসি।

কোপার শতবর্ষী আসরে টাইব্রেকারে চিলির কাছে শিরোপা হারানোর পরেই কর ফাঁকি মামলায় মেসির ২১ মাসের জেল হওয়ার পর থেকেই কঠিন সময় পার করছে ২৯ বছর বয়সী মেসি। সোমবার `এল পার্টি দে লাস 12` এর কর্মসূচিতে লক্ষ্য করা যায়, এই বিষয়গুলো তাকে বিধ্বস্ত ও হয়রানি করেছে। তিনি এতটাই কঠিন সময় পার করছেন যে বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে চিন্তা-ভাবনা গভীর চিন্তা করছেন।   

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে #WeAreAllLeoMessi হ্যাশট্যাগের মাধ্যমে মেসিকে সমর্থন জানিয়ে সকল বার্সা সমর্থকদের অনুরোধ করে বার্সেলোনা। কিন্তু এতেই ঘটে বিপত্তি। কিছু বার্সা সমর্থক একাত্মতা প্রকাশ করলেও বেশিরভাগ সমর্থকই এর বিরোধিতা করেন। এসব নিয়েও কিছুটা উদাসীন মেসি।
 
এমআর/এমএস

আরও পড়ুন