ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোনালদোর এটাই সেরা সুযোগ: ম্যারাডোনা

প্রকাশিত: ০২:০১ পিএম, ১০ জুলাই ২০১৬

দিয়েগো ম্যারাডোনা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা কখনও করেছেন বলে মনে পড়ে না। কারণ, মেসিকেই সব সময় তিনি রোনালদোর ওপর স্থান দিয়েছেন। যদিও সম্প্রতি মেসিকে নিয়ে সমালোচনায় মেতেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে ইউরোয় যখন পর্তুগাল শেষ পর্যন্ত ফাইনাল খেলছে, তখন সিআর সেভেনের প্রশংসা না করেও উপায় নেই আর্জেন্টাইন গ্রেটের।

ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামার আগে পর্তুগিজ তারকার প্রশংসা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তিনি জানান, এটাই হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। ম্যারাডোনা বিশ্বাস করেন, পর্তুগালের শিরোপা নির্ভর করছে রোনালদো কতটা মরিয়া হয়ে এটা জিততে চান তার ওপর। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচটা শুধু কৌশলের খেলা হবে না। বড় কেউ যদি এটাকে খুবই সিরিয়াসলি, খুব জোর করে জিততে চান, তাহলে সেটাই হবে দলের জন্য সবচেয়ে বড় মোটিভেশন।’

ম্যারাডোনার মতে, এর চেয়ে ভালো কোন কিছু করার সুযোগ আর রোনালদো নাও পেতে পারেন। তিনি বলেন, ‘৩১ বছর বয়সে এসে দ্বিতীয় (ইউরোয়) ফাইনাল খেলছে রোনালদো। এরপর এর চেয়ে আর ভালো কোন সুযোগ তিনি পাবেন বলে আর মনে হয় না। তিনি যদি এটাকে সত্যিই জিততে চান, তাহলে সেটাই হবে ফ্রান্সের সঙ্গে পর্তুগালের বড় ব্যবধান। এমনকি, এটাই হয়তো ফ্রান্সকে সাফল্য পেতে বাধা দেবে।’

ফ্রান্সের জন্য যদি ক্রিশ্চিয়ানো রোনালদোই সবচেয়ে বড় আতঙ্ক হন, তাহলে আন্তোনিও গ্রিজম্যানই হচ্ছেন পর্তুগালের জন্য ডেঞ্জারম্যান। তিনিই ফার্নান্দো সান্তোসের শিষ্যদের জন্য সবচেয়ে বেশি হুমকি তৈরী করবে। একই সঙ্গে গ্রিজম্যানের প্রশংসাও করেছেন ম্যারাডোনা। ফ্রান্সের পল পগবাও পেয়েছেন ম্যারাডোনার স্তুতি বাক্য। তিনি বলেন, ‘ফ্রান্স অবশ্যই রোনালদোকে ঠেকানোর পরিকল্পনা করছে। পর্তুগালেরও উচিৎ গ্রিজম্যানকে নিয়ে চিন্তা-ভাবনা করা। দুর্দান্ত ফিনিশার। দারুণ টাচ এবং বাম পায়ে অসাধারণ সুযোগ সন্ধানী। যে কারণে সে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।’

ম্যারাডোনার মতে, জার্মানিকে হারানোর কারণে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে ফ্রান্স। অপরদিকে পর্তুগাল কিন্তু একদিন বেশি সময় পেয়েছে। নিজেদের ঝালিয়ে নেয়ার এবং পরিকল্পনাগুলো সাজানোর সুযোগটা বেশি পেয়েছে। বিশেষ করে ফ্রান্সের দুর্বলতা কোথায়, ডিফেন্সের প্রতিরোধ ভেঙে কত দ্রুত গোল আদায় করা যায় সেটা বের করার সুযোগ পেয়েছে।

ম্যারাডোনা আরও বলেন, ‘ফ্রান্স হয়তো মিডফিল্ডে দুর্দান্ত খেলবে এবং পর্তুগালের ওপর চাপ তৈরী করতে পারবে। ঠিক সময়ে নিজেকে তুলে ধরছে পল পগবা। জার্মানির বিরুদ্ধে দলের দ্বিতীয় গোলের ক্ষেত্রে যেভাবে বলটা চিপ করে তুলে দিল, সেটা অসাধারণ স্কিল না থাকলে সম্ভব নয়। সঙ্গে আত্মবিশ্বাস তো আছেই।’

আইএইচএস/এবিএস

আরও পড়ুন