ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গুলশান হামলায় উদ্বিগ্ন মরগান

প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৫ জুলাই ২০১৬

পুরো বিশ্বকে একবারে যেন নাড়া দিল ঢাকার গুলশানের সন্ত্রাসী হামলা। নৃশংস এই সন্ত্রাসী হামলায় সব মিলিয়ে মারা যায় ২৮ জন। এই ঘটনার পর দিনই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগানও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন।

ইসিবির এক মুখপাত্র গুলশান ঘটনার পর বলেন, ‘আমরা খুব গভীরভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আগামী সপ্তাহ এবং মাসগুলোতে সেখানকার পরিস্থিতি কেমন হয় তার ওপরই অনেক কিছু সিদ্ধান্ত নির্ভর করবে। প্রয়োজন হলে সফরের আগে আমরা নিরাপত্তা বিষয়টা আরও পর্যবেক্ষণ করবো। ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য কী নিরাপত্তা নেয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখবো।’

ইসিবির উপরেই সব ছেড়ে দিচ্ছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক মরগান। তার কথায়, ‘এই মুহূর্তে এটা খুবই বড় একটা চিন্তার বিষয়। আমরা সবসময়ই এই ধরণের বড় সিদ্ধান্তগুলো ইসিবির ওপর ছেড়ে দিই। তারা প্রতিবেদন লেখে, পর্যবেক্ষণ করতে মানুষ পাঠায়। যদি নিরাপদ হয়, তখন খেলোয়াড়দের কাছে জানতে চাওয়া হয় সেখানে যেতে ইচ্ছুক না অনিচ্ছুক। তবে অবশ্যই এই মুহূর্তে এটা চিন্তার বিষয়।’

অক্টোবরে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। যদি শেষ পর্যন্ত বাংলাদেশে না আসা হয় ইংল্যান্ডের তাহলে কি সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হবে? এমন প্রশ্নের উত্তরে অবশ্য মরগানের ইতিবাচকতাই প্রকাশ পায়। ‘যদি পরিস্থিতি সে রকম হয়, তাহলে হতে পারে।’

আরআর/পিআর

আরও পড়ুন