ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট!

প্রকাশিত: ১০:১৩ এএম, ০৩ জুলাই ২০১৬

২০২২ সালে ডারবান কমনওয়েলথ গেমস কমিটিকে নারীদের ক্রিকেট রাখার অনুরোধ জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুর গেমসে ১৯৯৮ সালে শেষবারের মতো কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। তবে সেবার অন্তর্ভুক্ত ছিল ছেলেদের ক্রিকেট।

পরিবর্তন আরও একটি আছে, কুয়ালালামপুরের কমনওয়েলথ গেমসে ৫০ ওভারের ক্রিকেট রাখা হয়েছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার সোনা জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এবারের আসরে টি-টোয়েন্টি সংস্করণকে রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২২ সালে কমনওয়েলথ গেমসে নারীদের ক্রিকেট অন্তর্ভুক্তি নিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, ‘২০২২ কমনওয়েলথ গেমসে নারীদের ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য বোর্ড কৌশলগত উদ্যোগ গ্রহণ করবে। এতে খেলাটার মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এছাড়াও মেয়ে ক্রিকেটারদের অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে।

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন