সাতক্ষীরায় পৌঁছালেন মোস্তাফিজ
কাটার মাস্টার খ্যাত বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান শনিবার রাত ৯টায় নিজের জেলা সাতক্ষীরায় পৌঁছেছেন। সন্ধ্যা ৭.০৫ মিনিটে যশোর বিমান বন্দরে নামার পর সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন মোস্তাফিজ। তাকে বাড়িতে নেয়ার জন্য বিমান বন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন মোস্তাফিজের ভাই মোকলেছুর রহমান পল্টু ও বন্ধু হাফিজুর রহমান হাফিজ।
সাতক্ষীরা পৌছানোর পর এক নিকটাত্মীয়ের বাড়ীতে কিছুটা সময় কাটানোর পর রাত সাড়ে ৯টায় গ্রামের বাড়ী কালিগজ্ঞের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার ঘনিষ্ট বন্ধু হাফিজুর রহমান হাফিজ জাগো নিউজকে জানান, আগামী ১০ জুলাই পর্যন্ত মোস্তাফিজ বাড়ীতে থাকবেন।
বাবা আবুল কাশেম গাজী চেয়েছিলেন ঈদের সময় মোস্তাফিজ বাড়ীতে থাকুক। এজন্য বাবার চাওয়া অনুযায়ী ঈদের সময় পরিবারের সাথে সময় কাটানোর জন্য বাড়ীতে এসেছেন তিনি। ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে তার। এমনকি মোস্তাফিজ সাসেক্সের হয়ে ১৫ জুলাই প্রথম ম্যাচও খেলবেন বলে ধারনা করা হচ্ছে।
আকরামুল ইসলাম/আইএইচএস/এবিএস