এফএ কাপে বড় দলগুলোর জয়
ইংলিশ প্রিমিয়ার লীগের হতাশা নিয়ে এফএ কাপের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল চেলসি, ম্যান ইউ, ম্যান সিটির মত নামি-দামি ক্লাবগুলো। জয় দিয়েই মাঠ ছেড়েছে দলগুলো।
নিজেদের মাঠে বড় জয় পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। স্টামফোর্ড ব্রিজে দুর্বল ওয়ার্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ওয়ার্টফোর্ডের জাল ভেদ করতে ৫৮ মিনিট অপেক্ষা করতে হয়েছে চেলসিকে।
খেলার ৫৮ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোইক রেমি। আর এর দুই মিনিট পরই ব্যবধান তিনগুণ করেন কার্ট জোউমা। ইত্তিহাদ স্টেডিয়ামে শেফিল্ড ওয়েনসডে’র মুখোমুখি হয় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। ১৪ মিনিটেই আধে নুহিউ এগিয়ে দেন শেফিল্ড ওয়েনসডেকে। ৬৬ মিনিটে জেমস মিলনার প্রথম স্বাগতিকদের সমতায় ফেরান। খেলা শেষ হওয়ার খানিক আগে (৯০+১) সিটির পক্ষে জয় সূচক গোলটি করেন সেই মিলনারই।
হুইশ পার্কে স্বাগতিক ইয়োভিল টাউনের বিপক্ষে ম্যানইউকেও এক ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে গোলের জন্য। ৬৪ মিনিটে হেরেরার গোলে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। খেলা শেষ হওয়ার ঠিক আগ্-মুহূর্তে (৯০ মিনিট) ডি মারিইয়া গোল করলে ২-০ ব্যবধানে জয় নিশ্ছিত করে ম্যান ইউ।