ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় দলের চাহিদা পূরণ করাই এইচপির লক্ষ্য

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৭ জুন ২০১৬

দু’দিন আগেই বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন-পুরনো মিলিয়ে ২৪ সদস্যের সে স্কোয়াডের ক্যাম্প শুরু হচ্ছে আগামী ১৭ জুলাই। আর এ ক্যাম্পের মূল উদ্দেশ্য থাকবে প্রয়োজনমত জাতীয় দলের চাহিদা পূরণ করা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে মাহবুব আনাম বলেন, ‘আমাদের জাতীয় দলের আগামী দুই বছরে যে চাহিদা, সেটা পূরণ করাই এইচপির লক্ষ্য। আমরা এই দিকেই নজর দিয়েছি। প্রতি দুই বছরে যদি কমপক্ষে দুইজন খেলোয়াড় জাতীয় দলে জায়গা করে নিতে পারে, তাহলে মনে করবো আমাদের এ কার্যক্রম সফল। সে পরিকল্পনায় এটা করা হয়েছে।’

কিছুদিন আগেই এ ক্যাম্পের জন্য নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমট। তিন মাস পর্যন্ত এ দায়িত্ব দেয়া হয়েছে ৪৪ বছর বয়সী এই কোচকে। আগের এইচপি প্রোগ্রামের সঙ্গে এবারের পার্থক্য জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আলাদা তেমন কিছু নেই। এইচপির মানেই হচ্ছে হাই পারফরম্যান্স। টেকনিক্যাল বা টেকটিক্যাল প্রতিটা সাইডে খেলোয়াড়দের নজর দেওয়া এবং তাদেরকে ঝালিয়ে নেওয়া। আমাদের এবারের পর্বটা একটু দেরিতে শুরু হচ্ছে যেহেতু লিগ এবার অনেক দেরিতে হয়েছে, ঈদও এসে গেছে। আমরা ঈদের পরে এটা শুরু করবো। হয়তো গতবার যেটা চার মাস হয়েছে এটা এবার তিন মাস হবে। এটাই পরিবর্তন।’

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন