ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবসর নিচ্ছেন আর্জেন্টিনার ৭ ফুটবলার!

প্রকাশিত: ০৬:১০ এএম, ২৭ জুন ২০১৬

এ কী হল আর্জেন্টিনার! টানা তিন ফাইনালের হারে যেন ধ্বসে পড়লো আর্জেন্টিনার ফুটবল। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির অবসরের পর অবসর নিয়েছেন আর্জেন্টিনার ‘যোদ্ধা’ খ্যাত মাসচেরানো। তাছাড়া অবসর নেওয়ার কথা শোনা যাচ্ছে মেসির খুব কাছের বন্ধু সার্জিও অ্যাগুয়েরোরও।

চারটি ফাইনালে দলকে হারতে দেখেছেন মেসি। আর কতবার হারলে একবার দলের হয়ে তিনি শিরোপা জিততে পারবেন তা তার জানা নেই। মেসি নিজেই বলেছেন, যখন আমি ড্রেসিং রুমে তাকাই তখন মনে হয় এই দলটা আমার না। বন্ধু অ্যাগুয়েরোও মেসির সঙ্গে সাফাই গেয়ে দলের কিছু প্লেয়ারের জন্য মেসির আজ এই হাল বলে উল্লেখ করে তিনি।

মেসির অবসরের পরপর অবসরের রব উঠেছে আর্জেন্টিনা শিবিরে। ইএসপিএন আর্জেন্টিনার মতে, আজ বা আগামীকালের ভেতর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন লুকাস বিলিয়া, বানেগা, ডি মারিয়া এবং হিগুয়েনও।

বিশ্বের অন্যতম শক্তিশালি দল থেকে সবথেকে খর্ব শক্তির দলে পরিণত হতে যাচ্ছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে হারের ক্ষত জেতে না জেতেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আরো বড় ক্ষত মেসির অবসর। কীভাবে এই শোক কাঁটিয়ে উঠবে আর্জেন্টাইনরা? তা হয়তো তারাও জানে না।

আরআর/এমআর/এবিএস

আরও পড়ুন